শনিবার ১৯ জুলাই ২০২৫ - ১০:০৪
শিক্ষা ও শিষ্টাচার— সন্তানের জন্য এক চিরস্থায়ী উত্তরাধিকার

ধন-সম্পদের মোহময়তা যতই থাকুক, তা চিরস্থায়ী নয়। পিতা-মাতার পক্ষ থেকে একজন সন্তানদের জন্য প্রকৃত উত্তরাধিকার হলো নৈতিক শিক্ষা ও শিষ্টাচার, যা জীবনভর তাদের সঙ্গী হয়ে থাকে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
إِنَّ خَيْرَ ما وَرَّثَ الآباءُ لأَبْنائِهِم الأَدَبُ لا المالُ؛ فَإِنَّ المالَ يَذْهَبُ، وَالأَدَبَ يَبْقى
পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য রেখে যাওয়া সর্বোত্তম উত্তরাধিকার হলো শিষ্টাচার (আদব-কায়দা), ধন-সম্পদ নয়; কারণ ধন-সম্পদ একসময়ে নিঃশেষ হয়ে যায়, কিন্তু শিষ্টাচার চিরস্থায়ী থাকে।

[আল-কাফি, খণ্ড- ৮, পৃষ্ঠা- ১৫০, হাদীস- ১৩২]

এই হাদিস আমাদের শিক্ষা দেয়, একটি সন্তানকে সত্যিকারের সমৃদ্ধ করতে হলে কেবল বস্তুগত সহায়তা নয়, প্রয়োজন মূল্যবোধ, শিষ্টাচার ও চরিত্র গঠনের দিক থেকে পরিপূর্ণভাবে গড়ে তোলা। আদবই হলো সেই অবিনশ্বর ধন, যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থায়ী হয়ে থাকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha